ব্লগে গুগল প্লাস উইজেট যোগ করুন।

আসসালামুআলাইকুম। ব্লগে Google+ উইজেট যোগ করা হয় কিভাবে আজকে তা দেখানো হবে। খুব সহজেই এই উইজেটটি ব্লগে যোগ করা যায়। Add to Circles, Google+-এর এমন একটি সুন্দর উইজেট যা ভিজিটররা খুব সহজেই Google+-এ আপনার পোফাইল এবং ব্লগের শেয়ার করা পোস্টগুলো দেখতে পাবেন। এতে করে ব্লগের জনপ্রিয়তাও বৃদ্ধি পেতে থাকে। তাহলে চলুন দেরি না করে ব্লগে Google+ উইজেটটি যোগ করে নিই।




১. আপনার Google+ Profile-এ যান। নিচের ছবিতে দেখুন।সংখ্যা গুলো কপি করুন।


২. এখন এই লিংকে যানঃ- Google Plus Widget


৩. Get Widget-ক্লিক করুন।


৪. এখন Google+ ID তে আপনার Google+ Profile-এর কপি করা সংখ্যা পেস্ট করুন।


৫. আপনার Side Bar-এর Width(px) অনুযায়ী Widget Width(px) দিন।


৬. Get Code-এ ক্লিক করুন এবং Code গুলো কপি করে নিন।


৭. ব্লগের Layout>>>>> Add a Gadget>>>>>HTML/JavaScript উইজেটটি ক্লিক করুন। কপি করা Code গুলো পেস্ট করুন এবং Save করুন।


এখন উপভোগ করুন.....................সমস্যা হলে Comment করুন।

0 comments:

Post a Comment

Share

Widgets