ব্লগে গুগল প্লাস উইজেট যোগ করুন।

আসসালামুআলাইকুম। ব্লগে Google+ উইজেট যোগ করা হয় কিভাবে আজকে তা দেখানো হবে। খুব সহজেই এই উইজেটটি ব্লগে যোগ করা যায়। Add to Circles, Google+-এর এমন একটি সুন্দর উইজেট যা ভিজিটররা খুব সহজেই Google+-এ আপনার পোফাইল এবং ব্লগের শেয়ার করা পোস্টগুলো দেখতে পাবেন। এতে করে ব্লগের জনপ্রিয়তাও বৃদ্ধি পেতে থাকে। তাহলে চলুন দেরি না করে ব্লগে Google+ উইজেটটি যোগ করে নিই।




Blogg-এ ভাসমান শেয়ার বাটন যুক্ত করুন।

আসসালামুআলাইকুম। আজকে ভাসমান শেয়ার বাটন কিভাবে ব্লগে যোগ করা হয় তা আমরা শিখবো। ব্লগে ভাসমান শেয়ার বাটন যোগ করলে সৌন্দর্য দারুন বৃদ্ধি পায় এবং পছন্দের Post গুলো ব্লগের ভিজিটররা সহজে Facebook, Twitter, Google+ ইত্যাদি সামাজিক সাইটে এ শেয়ার করতে পারে। এই শেয়ার বাটনের মাধ্যমে ব্লগের Page এবং Post গুলো খুব সহজে শেয়ার করা যায়। Page scroll করার সময় এটি সর্বদা দৃশ্যমান থাকে। তাই দেখতে অনেক সুন্দর এবং ব্লগকে আকর্ষনীয় করে তুলে।